সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান গ্রেফতার করেছে ডিবি পুলিশ

হেলাল শেখঃ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ডাঃ এনামুর রহমান এনামকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত রোববার (২৬ জানুয়ারি ২০২৫ইল) দিবাগত গভীর রাতে ডাঃ এনামুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে নিশ্চিত করেন। এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, এনাম এডুকেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ (প্রাইভেট) লিমিটেড এবং এনাম ক্যান্সার হসপিটাল লিমিটেডে এর মালিক ডা. এনামুর রহমান।

গত জুলাই–আগষ্টে কোটা সংস্কার আন্দোলনে সাভার আশুলিয়ায় অনেকেই নিহত ও আহত হয়। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে এসব ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যা চেষ্টার মামলা করেন, সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। সোমবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *