পাইকগাছার ব্যবসায়ী অমরেশ বাস মালিক সমিতির সহ সভাপতি নির্বাচিত ; শুভেচ্ছায় সিক্ত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি, দীপ্তি গ্রুপের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী অমরেশ কুমার মন্ডল খুলনা জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২৫ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ফুটবল প্রতীকে ১৫৭ ভোট পেয়ে মোকাম্মেল, সাইফুল রবিউল পরিষদ থেকে তিনি সহ সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য এ নির্বাচনের মধ্য দিয়ে জেলা বাস মালিক সমিতিতে পাইকগাছা, কয়রা ও তালা সহ বৃহৎ এ অঞ্চলের বাস মালিকদের একমাত্র নির্বাচিত প্রতিনিধিই হচ্ছেন তিনি। নির্বাচনে জয়লাভ করায় বিভিন্ন, সংগঠন, প্রতিষ্ঠানের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ব্যবসায়ী অমরেশ কুমার মন্ডল। ইতোমধ্যে মহানগর বিএনপি, আইএফআইসি ব্যাংক পাইকগাছা শাখা সাধারণ মটর শ্রমিক সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুরূপভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিয়ার রহমান সহ সমিতির সকল সদস্য বৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *