July 23, 2025, 3:42 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
শাল্লা থানা পুলিশের অভি-যানে গাঁ-জাসহ মাদ-ক ব্যবসায়ী গ্রে-ফতার আগামি জাতীয় সংসদ নির্বাচন বান-চালের প্রতি-বাদে গৌরনদীতে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ সুনামগঞ্জ জেলা পর্যায়ে হারপি প্রকল্পের অবহি-তকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কা-টা পড়ে মা-নসিক প্র-তিবন্ধী নারীর মৃ-ত্যু জাতির উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নিমার্ণে উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রায় ৫ কোটি মানুষ সুবিধা পাবে রংপুর আদালতে ১৫ টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মা-মলা দা-য়ের আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীর কাছে ১৫ লা-খ টাকা চাঁ-দা দাবি-বাড়ি ঘর ভাং-চুরের অভি-যোগ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বিএসটিআই’র মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জ-রিমানা
তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে চেয়ারম্যানের ফেসবুকে লাইভ, রাতেই পৌছে দিলেন ফাইল

তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে চেয়ারম্যানের ফেসবুকে লাইভ, রাতেই পৌছে দিলেন ফাইল

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে ইউএনও ফজলে রাব্বির হয়রানির শিকার হয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে আসলে ভোর রাতেই ফাইল পৌঁছে দেওয়া হয়েছে।

চেয়ারম্যান আশরাফুল ইসলামের ফেসবুক লাইভ থেকে জানা যায়, শালবাহান ইউনিয়নের ২০২৩-২৪ অর্থবছরের ১কোটি ২১ লাখ টাকা হাটবাজার ইজারা থেকে ৫ থেকে ১০ পার্সেন্ট শালবাহান হাটবাজার উন্নয়নের কাজ করবে। ২০২৩-২৪ অর্থবছরের টাকা এখও উপজেলা ফান্ডে পরে রয়েছে। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের যে টাকা সে টাকাও উপজেলা ফান্ডে পরে রয়েছে কখন এই টাকা গুলো দেওয়া হবে লাইভে জানিয়েছেন। তিনি লাইভে আরও বলেন, বারবার রেজুলেশন আকারে উন্নয় খাতের টাকা চাওয়া হলে আমরা ইউনিয়ন পরিষদ দাবি জানানো হলে অবহেলা করে একাউন্ডে ফেলে রাখায় তীব্র নিন্দা জানানো হয়েছে। আপনার (ইএনও) ব্যস্ততার মাঝে ৭দিনের মধ্যে আমি একজন চেয়ারম্যান হিসেবে আজকে ২১ দিন থেকে উপজেলায় আমার শালবাহান উন্নয়ন সহায়তা তহবিলের ১০টি প্রকল্প বাস্তবায়ন হওয়ার পরেও আজকে ২২দিন যাবত সকাল বিকাল দুপুর ইভেন রাত ১১টা পর্যন্ত আপনার(ইএনও) বাসায় নিচে দাঁড় করে রেখেছেন এবং আমার উদ্যোক্তাকে সে যায়গায় নিয়ে আপনি(ইউএনও) শীল দিয়েছেন স্বাক্ষর করেছেন কথায় ভুল স্যার! কথাও ভুল হলে পূণরায় কাজ করার কথা জানিয়েছেন চেয়ারম্যান আশরাফুল। এছাড়াও ইউএনও ৫আগস্ট এর পূর্বে দলীয় প্রভাব খাটিয়েছেন লাইভে জানানো হয়েছে।

জানা যায়, চেয়ারম্যানের ফেসবুকে লাইভ দেওয়ার পর ভোর পৌনে ৫টায় উপজেলা নির্বাহী অফিসার আনসারসহ আরও দুই থেকে তিন জন ব্যক্তির মাধ্যমে ফাইল চেয়ারম্যানের বাসায় পৌঁছে দেয়। জানতে পারা যায়, আনসারসহ ফাইলগুলো হেলমেট পড়ানো উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালের কার্যসহকারী জহিরুল ইসলাম চেয়ারম্যানের বাসায় নিয়ে যায় সঙ্গে আরেকজন ব্যক্তিও ছিল। তবে বাহিরে ইউএনও অফিসের আরও লোকজন থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে ফেসবুক লাইভটি চেয়ারম্যান তার ফেসবুক আইডিতে সংরক্ষণাগার হিসেবে রাখলেও আজ সোমবার (২৭ জানুয়ারি) রাত ৭টায় ফেসবুক ওয়ালে পূনরায় প্রকাশ করলে রিপোর্ট লেখা পর্যন্ত ফেসবুক লাইভটি ২০ ঘন্টা অতিবাহিত সময়ে সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বির সঙ্গে কথা হলে তিনি কোনোই মন্তব্য করতে রাজি হননি।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD