January 27, 2025, 4:20 pm
শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
২০২২/২৩ অর্থ বছরের এলাকার অসহায় মানুষের জন্য আনা সরকারী কম্বল (শীতবস্ত্র) এবং শেখ হাসিনার ছবি সম্বলিত ক্যাপ ও বিভিন্ন খেলার সামগ্রী ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদের অডিটোরিয়ামে রাখেন স্থানীয় আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল। সেখান থেকে ১০ বস্তার অধিক কম্বল গোপনে ভোর রাতে আলমসাধু যোগে চুরি করে নিয়ে যাওয়ার সময় অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা(৪৫) কে মহেশপুর থানা পুলিশ আটক করেছে।
কম্বলসহ আটক কৃত সোহেল রানা জানায়, সে কম্বল গুলো আলমসাধু যোগে নিয়ে কোটঁচাঁদপুরে যাচ্ছিলো। অডিটোরিয়াম থেকে বের হবার পরই পুলিশ তাকে কম্বলসহ আটক করে বলেও জানান অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা।
বর্তমান মহেশপুর অডিটোরিয়ামের কেয়ার টেকার মাজেদুল ইসলাম জানান, আমি ২০২৪ ইং সালের ২৬ ডিসেম্বর এখানে যোগদান করেছি। যোগদানের আগে এখানে কি ছিলো আমার জানা নেই। আমি শুক্রবার একটি মিটিং শেষ করে স্যারদের বলে বাড়ীতে গিয়েছিলাম চাউল আনার জন্য। আজ এসে দেখি এখান থেকে কম্বল চুরি করে পালানোর সময় এই অডিটোরিয়ামের সাবেক কেয়ার টেকার সোহেল রানাকে পুলিশ আটক করেছে । তবে আমার একটি ইলেকট্রিক চুলা চুরি হয়ে গেছে।
পুলিশের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন সকালে মর্নিং ওয়ার্ক করতে যাওয়ার সময় দেখি জেলা পরিষদ অডিটোরিয়ামের ভিতর থেকে ঢপ ঢপ কম্বল আলমসাধুতে উঠানো হচ্ছে। এবং সেখানে কয়েকজন হিন্দু মহিলা কম্বল দিয়ে ঝগড়া ঝাটি করছে , আমি এটা দেখার পর জিঙ্গাসা করলে তারা প্রথমে স্বীকার করতে চাননি। একটু জোরে কথা বললে তারা কম্বল গুলো কোটচাঁদপুর নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন কম্বল গুলো ছেড়ে দেওয়ার জন্য সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের পি এস সুফল কুমার আমাকে রিকেষ্ট করে।
থানার একটি সুত্রে জানাগেছে, ১০ বস্তার অধিক কম্বল চুরি করে অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা আলমসাধু যোগে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে অডিটোরিয়ামের ভিতরের একটি কক্ষ থেকে পুলিশ আরো ৪ ঢপ কম্বল, ফুটবল,কেরামবোর্ড ,শেখ হাসিনার ছবি সম্বলিত টুপি ও খেলার বিভিন্ন সমগ্রী উদ্ধার করা হয়েছে।
মামলার বাদি জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনারুল আলম জানান, আমার অডিটোরিয়াম থেকে কম্বলসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে যাচ্ছিলো তাই আমি বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছি।