January 27, 2025, 3:56 am
সুজানগর(পাবনা)প্রতিনিধি : সুজানগরে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী কঁাচারীপাড়া স্টেডিয়াম মাঠে শুক্রবার দুপুর ৩টায় কঁাচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নকে পরাজিত করে সুজানগর পৌরসভার চর ভবানীপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে কাচারী পাড়া যুব ক্রীড়া সংগঠনের সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাবিল হোসেনের সঞ্চালনায় টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর ফারুক-ই আযম,উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক ইয়াকুব আলী প্রামানিক, সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রাম এর সম্পাদক আব্দুর শুকুর, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন , উপজেলা পোস্ট মাস্টার আফজাল হোসেন, জামায়াত নেতা মোস্তাক,কেরামত আলী, ছাত্র প্রতিনিধি দ্বীপ মাহবুব, অন্তু, শেখ রাফি, মানিক,স্থানীয়দের মধ্যে ফিরোজ রানা, বাদশা, ছাত্রদল নেতা আব্দুস সবুর প্রামানিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।খেলায় প্রধান আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্রীড়া সংগঠক শাহীন এবং সহকারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন চঞ্চল। ধারা বর্ণনায় ছিলেন পিন্টু।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।