July 29, 2025, 5:29 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন বুলবুল ইসলাম সং-স্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠিত হওয়াই আমাদের লক্ষ্য- নাহিদ ইসলাম সাংবাদিক এস মিজানের মৃ-ত্যুতে অ্যাড আনিচুজ্জামানের শো-ক বার্তা পটুয়াখালীতে ছাত্র-জনতা বিরো-ধী কর্মকর্তার আয়োজনে ‘জুলাই যো-দ্ধাদের’ অংশগ্রহন নিয়ে বিত-র্ক নতুন বাজার পত্রিকার বার্তা সম্পাদক এস মিজানের মৃ-ত্যুতে নতুন বাজার পরিবারে শো-ক গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও সনদ প্রদান অনুষ্ঠান এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভো-গান্তি কমাতে কুমিল্লায় ইসলামি ছাত্র আন্দোলনের উদ্যাগে হেল্প ডেস্ক জুলাই গ-ণঅভ্যুত্থানে সকল শ-হীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের শো-ক র‍্যালী ও স্ম-রণ সভা মোংলায় মেধাবী শিক্ষার্থীদের সং-বর্ধনায় বক্তারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের দা-ফন সম্পন্ন – বিভিন্ন মহলের শো-ক
কালীগঞ্জে সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জন

কালীগঞ্জে সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জন

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে হলুদ সরিষার ফুলে ছেয়ে গেছে। চির সবুজের বুকে যেন কাঁচা হলুদের আলপনা। সরিষা ফুলের হলুদ রাজ্যে এখন মৌমাছির গুঞ্জনে মুখরিত। সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে হাসি। কৃষকরা ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শে তাদের ধানের জমির ফসল কাটা-মাড়াই করে বারি উদ্ভাবিত উফশীজাতের সরিষা বীজ মাঠে বুনছেন।

সরেজমিনে দেখা যায়, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চারপাশে শুধু সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো। চন্দ্রপুর,দলগ্রাম,চলবলা,কাকিনাসহ বিভিন্ন এলাকায় সরিষার পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কালীগঞ্জ উপজেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সরিষার চাষ। সরিষা চাষ করে অনেক কৃষকের ঘুরেছে ভাগ্যের চাকা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় ৮৫০জন কৃষক সরিষা চাষের জন্য বীজ ও সার পেয়েছেন। উৎপাদন   লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭১.৫ মেট্রিক টন । গত বছর যে সরিষার আবাদ হয়েছিল। কৃষি বিভাগের প্রণোদনা ও সরিষার তেলের উচ্চমূল্যের কারণে এ বছর কৃষকদের মধ্যে সরিষা চাষে আগ্রহ বেড়েছে।

কালীগঞ্জ উপজেলার সতীরপাড় গ্রামের কৃষক ইব্রাহিম আলী, জানান, তিনি এক বিঘা জমিতে সরিষা চাষ করে গত বছর সাড়ে সাত হাজার টাকা লাভ করেছেন। চলতি মৌসুমে তিনি দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন এবং বাম্পার ফলনের আশা করছেন। দলগ্রামের এলাকার আরেক কৃষক জানান, এবার সরিষার ফলন ভালো হচ্ছে। এবার ২ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। শুধু আমাদের নয়, চারিদিকের ফলনও ভালো হয়েছে এবার। তবে একটু দাম পেলে এবার ভালো লাভ হবে।

উপজেলা কৃষি উপসহকারী হারুন অর রশিদ,আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম, সরিষা ক্ষেত ঘুরতে এসে বলেন হলুদ ফুল দেখতে ভালো লাগে। তবে গতবারের চেয়ে এবার একটু বেশি ভালো লাগেছে। কৃষকরা ভালো বীজ সংরক্ষণ করে চাষ করলে ভালো ফলন হবে।তবে ভালো ফলন হওয়ায় আমাদের লক্ষ মাত্রা পুরন হবে আশা করছি।সরিষা ক্ষেত ঘুরতে এসে শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, খুব ভালো লাগছে। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। গত বছর বেড়াতে এসেছিলাম। গতবারের চেয়ে এবার একটু ভালো লাগলো।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়,সরিষা ক্ষেত পরিদর্শন করতে এসে বলেন, এবার সরিষার চারা ভালোভাবে বেড়ে উঠছে, এ মৌসুমে তৈলবীজের বাম্পার ফলন হবে এবং কৃষকদের বেশি লাভ হবে। চলতি বছরে উপজেলায় সরিষা চাষ হয়েছে। লক্ষ মাত্রা পুরন হবে বলে আশা করছি। 

হাসমত উল্লাহ ।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD