July 29, 2025, 5:31 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন বুলবুল ইসলাম সং-স্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠিত হওয়াই আমাদের লক্ষ্য- নাহিদ ইসলাম সাংবাদিক এস মিজানের মৃ-ত্যুতে অ্যাড আনিচুজ্জামানের শো-ক বার্তা পটুয়াখালীতে ছাত্র-জনতা বিরো-ধী কর্মকর্তার আয়োজনে ‘জুলাই যো-দ্ধাদের’ অংশগ্রহন নিয়ে বিত-র্ক নতুন বাজার পত্রিকার বার্তা সম্পাদক এস মিজানের মৃ-ত্যুতে নতুন বাজার পরিবারে শো-ক গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও সনদ প্রদান অনুষ্ঠান এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভো-গান্তি কমাতে কুমিল্লায় ইসলামি ছাত্র আন্দোলনের উদ্যাগে হেল্প ডেস্ক জুলাই গ-ণঅভ্যুত্থানে সকল শ-হীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের শো-ক র‍্যালী ও স্ম-রণ সভা মোংলায় মেধাবী শিক্ষার্থীদের সং-বর্ধনায় বক্তারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের দা-ফন সম্পন্ন – বিভিন্ন মহলের শো-ক
করো-তারুণ্যের নলছিটি’ ছয়মাস মেয়াদি প্রশিক্ষণ প্রোগ্রাম এমইপি সমঝোতা স্বাক্ষর

করো-তারুণ্যের নলছিটি’ ছয়মাস মেয়াদি প্রশিক্ষণ প্রোগ্রাম এমইপি সমঝোতা স্বাক্ষর

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

তৃনমূল পর্যায়ের স্থানীয় তরুণদের নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক সমস্যা সমাধানে ঝালকাঠি জেলার নলছিটিতে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক নন-প্রফিট সংস্থা করো CARO (Care for Assets, Resources, and Obligations) এবং নলছিটির স্থানীয় যুব সংগঠন তারুণ্যের নলছিটি যৌথভাবে Mass Empowerment Program (MEP) বাস্তবায়নের জন্য সমঝোতা স্বাক্ষর করেছে।

গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে করো কাজ করে। সংগঠনটি বিশেষত যুব উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে যাচ্ছে। তারুণ্যের নলছিটি, গত পাঁচ বছর ধরে স্থানীয় তরুণদের ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নলছিটি উপজেলায়। বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং যুবকদের দক্ষতা বিকাশে অবদান রেখে সংগঠনটি স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে পরিচিতি লাভ করেছে। সে অভিজ্ঞতাতে কাজে লাগিয়ে করো এর এমইপি মডেল নলছিটিতে বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়েছে।

Mass Empowerment Program এমইপি -এর আওতায় নলছিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে ৫ জনের দল করে মোট ৭৫ জন তরুণ প্রশিক্ষণ পাবে। এই প্রশিক্ষণ প্রোগ্রামটি ৬ মাসব্যাপী পরিচালিত হবে এবং এতে দলগত কাজ, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান এপ্রোচ , ইভেন্ট ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা, এবং প্রেজেন্টেশন দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা স্থানীয় এবং আঞ্চলিক পর্যায়ে নেতৃত্বের ভূমিকা পালন করতে সক্ষম হবেন। তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। স্পন্সরশীপ মডেলে ভলান্টিয়ার বেইসড CARO এবং তারুণ্যের নলছিটির এই যৌথ উদ্যোগ তরুণদের ক্ষমতায়ন এবং দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদী। আজ নলছিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সমোঝোতা স্বাক্ষর হয়। এ সময় মোঃ খালেদ সাইফুল্লাহ, মেহেরাব হোসেন রিফাত, মোঃ আহাদ, আব্দুল্লাহ, সিফাত রায়হান, আমিনুল ইসলাম, আব্দুর রহমান, তুলি আক্তার ও ইমি আক্তার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD