উন্নত জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বিকল্প নেই -মনিকা পারভীন

আরিফ রববানী ময়মনসিংহ।।

ময়মনসিংহের সদর উপজেলার শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের শারীরিক মানসিক ও মনোবল বৃদ্ধি পায়। তিনি বলেন, খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা, ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদ ও সব অসামাজিক কর্মকাণ্ড হতে বিরত রাখাসহ প্রতিভাবান খেলোয়ারদের তৃণমূল হতে তুলে আনার লক্ষেই শিক্ষা প্রতিষ্ঠানে এ বার্ষীক টুর্নামেন্টের আয়োজন। তিনি ক্রীড়ার প্রতি গুরুত্ব আরোপ করে বছরব্যাপী খেলাধুলা অব্যাহত রাখার আহবান জানান।

শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১০টায় জিলা স্কুল হোস্টেল মাঠে ময়মনসিংহ শহরে অবস্থিত ফয়েজ মডেল স্কুল এর আয়োজনে ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করার গুরুত্ব দিয়ে শিক্ষা অফিসার বলেন, শুধু বিদ্যালয়ে আসলেই লেখাপড়ার মানোন্নয়ন সম্ভব না, প্রয়োজন নিয়মিত চর্চা। শ্রেণি কক্ষে ছেলে মেয়েরা কি শিখলো তা অভিভাবকদের তদারকি করতে হবে। তাদের কে বাড়িতে পড়াতে বসাতে হবে। তারা বিদ্যালয়ে কি শিখেছে সে বিষয়ে তাদের কে মনিটরিং করতে হবে। পাঠ্যপুস্তকের পাশাপাশি পারিবারিকভাবে ছেলে মেয়েদের কে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রেণি কক্ষে পাঠদানের সময় শিক্ষকদেরও আন্তরিক হতে হবে। ছেলে মেয়েদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তাদের সুবিধা অসুবিধা গুলো তাদের কাছ থেকে শুনতে হবে

ফয়েজ মডেল স্কুল এর প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় প্রতিযোগিতানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিশ্বনাথ চৌধুরী,গৌরীপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন,ময়মনসিংহ সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদ্দাম হোসেন, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন, মুক্তাগাছা নরেন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র চন্দ্র মিত্র, ফুলবাড়ীয়া কান্দানিয়া কচুয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুর রশিদ ও ফুলবাড়ীয়া আর এফ বি এ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। এসময় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধান অতিথি মনিকা পারভীন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর উপ-বিদ্যালয় পরিদর্শক সাখাওয়াত হোসেন। আলোচনা ও খেলাধুলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *