January 24, 2025, 10:07 pm
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত, ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমান দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৪ জানুয়ারী (শুক্রবার) বিকাল ৩ টায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়। বিকেল ৪টার পরে জনসমাবেশ পরিনত হয় জনসমুদ্রে বিদ্যালয় মাঠ পরিপূর্ণ হলে পুরো পৌরশহরই জনসমাবেশে পরিনত হয়। বিএনপির সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতাদের মিলন মেলায় পরিনত হয় সভাস্থল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব তৌহিদ আলম মান্না এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল কবির রানা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন। জনসমাবেশের প্রধান অতিথি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল,বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মাহাবুবুল হক নান্নু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাবা জীবা আমিনা গাজী, ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য জনাবা ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোস্তফা কামাল মন্টু, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান, সদর থানা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন,
জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল ইসলাম তুহিন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে জামাল বলেন বাংলাদেশ অনেকবারই পথ হারিয়েছে কিন্ত সংগ্রামী জনগন প্রতিবারই আন্দোলন সংগ্রাম করে পুনরুদ্ধার করেছেন। হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তাদের দোসরা এদেশে থেকে দেশকে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছে তাদের চিহৃিত করে আইনের হাতে সোপর্দ করুন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারণ করে বলেন দলের ভিতরে যারা কোন্দল তৈরি করে আজকের সমাবেশের বিরোধিতা করেছেন তারা বিএনপির কেউ না তারা হাসিনার দোসর। ঝালকাঠি জেলা বিএনপি আজকে ঐক্যবদ্ধ কোনো সুযোগ বাদী লোকের জায়গা বিএনপিতে হবে না। যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবেন বা করছেন তাদেরকে আমরা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করছি এবং করবো। ভবিষ্যতে যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে সারাজীবনের জন্য আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে এটা তারেক রহমানের নির্দেশ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক আজাদুর রহমান খান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খান সহ আরো অনেকে।
জনসমাবেশে আরাফাত রহমান কোকো এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।