বানারীপাড়ায় বন্ধন সমিতির বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ

মোঘল সুমন সাফকাত,
বরিশাল প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বন্ধন সমবায় সমিতির মালিক সঞ্জয় দেবনাথের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে সঞ্জয় দেবনাথ সমবায় সমিতির নিয়ম ভঙ্গ করে অধিক মুনাফার লোভ দেখিয়ে ২০২৩ সালের মার্চ মাসে বন্দর বাজারের ব্যাবসায়ী জাকির শরীফের কাছ থেকে এককালীন ৫ লাখ টাকা ওই সমিতিতে জমা নেয়। এসময় সমিতির পাশ বইয়ের সাথে একটি ভূয়া চেক প্রদান করে সঞ্জয় দেবনাথ। পরে কয়েক মাস সঞ্জয় জাকিরকে জমাকৃত টাকার মুনাফা বাবদ সল্প কিছু টাকা দিয়ে ২০২৫ সালের চলমান জানুয়ারী মাস থেকে মুনাফার টাকা দেয়া বন্ধ করে সমিতির কার্যক্রম গুটিয়ে নেয়। এ অবস্থায় সমিতির অন্যান্য গ্রাহকদের মত ব্যবসায়ী জাকিরও জমাকৃত টাকা নিয়ে শংকায় পরে যায়। এরই ধারাবাহিকতায় এ মাসের ৫ তারিখ বন্ধন সমিতির মালিক সঞ্জয়ের কাছে গ্রাহক জাকির টাকা ফেরৎ চাইলে সঞ্জয় টাকা দিতে অসীকৃতী জানিয়ে জাকিরকে অকথ্য ভাষায় গালমন্দ করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় সমিতির গ্রাহক জাকির সঞ্জয়ের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। গ্রাহক জাকিরের অভিযোগ সূত্রে জানা যায় আসল টাকা ও মুনাফার টাকা সহ বন্ধন সমিতির কাছে ৫লাখ ৩৮ হাজার টাকা পাওনা রয়েছে তার। এ বিষয়ে বন্ধন সমিতির মালিক সঞ্জয় দেবনাথ জানান সকল গ্রাহকের টাকা তিনি ফেরৎ দিয়ে দিবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *