August 8, 2025, 4:16 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তিনি উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নের ভাবখালী দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতানুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয় খেলার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসা সুপার আতহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাবখালী ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন-খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহমনকেই সুস্থ রাখে না; বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় ঘটছে, তা প্রতিরোধে তাদেরকে খেলাধুলাসহ নানাবিধ সৃজনশীল ও মননশীল কমর্কাণ্ডে যুক্ত করতে হবে।
হলিপথ আইডিয়াল স্কুলের ব্যবস্থাপক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মাদ্রাসার জমিদাতা,ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি খেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।