January 23, 2025, 9:06 pm
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট এর দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও শিক্ষক হাফিজুর রহমান । উপস্থিত ছিলেন শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, ব্রজেন্দ্র নাথ মৃধা, শ্যামল রায়, এএইচ এম মোস্তাফিজুর রহমান, সুজিত মন্ডল, বাসনা ঢালী, ডালিমা মৃধা, পিনাকী রায়, মনোজ কান্তি মন্ডল ও স্বনন্দে মিস্ত্রি।
ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা।