যুব নেতৃত্ব এবং পলিথিন ও প্লাস্টিক দূষণের হাত থেকে সুন্দরবনকে রক্ষায় ইয়ুথ ফর দি সুন্দরবনের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুভ উদ্বোধন

আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি উপজেলা সংবাদদাতা//

(Youth Forum Swarupkati) রূপান্তর আয়োজিত উপজেলায় পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবনকে রক্ষায় যুব নেতৃত্বের করণীয় বিষয়ক দুই দিনব্যাপী ইয়ুথ ফর দি সুন্দরবনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায়
নেছারাবাদ উপজেলা বি আর ডি বি হল রুমে প্রশিক্ষণ শুরু হয়।

(Youth Forum Swarupkati) যুবদের প্লাস্টিক দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তুলতে, সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করাসহ পাঁচটি জেলার ১৭ টি উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সুভাশীষ ভট্টাচার্য প্রকল্প, সমন্বয়কারী রুপান্তর, সাহিদা বানু সোনিয়ার, প্রজেক্ট অফিসার পিরোজপুর। সার্বিক ব্যবস্থাপনায়, যুবদের প্রশিক্ষণে ফ্যাসিলিটিটর হিসেবে নয়ন সমদ্দার রুদ্র ও আমিনা আক্তার প্রশিক্ষণ দেন।

সুন্দরবন রক্ষার্থে এই কার্যক্রম ২০২৬ বছরের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। সুন্দরবন নিকটবর্তী ১৭ টি উপজেলার ৫২৭ জন যুবদের এই কার্যক্রম চলমান থাকবে এবং একটি সচেতনতামূলক কমিটি তৈরি করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *