January 22, 2025, 3:33 am
লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্বশত্রুতার জেরে, বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং আহত হয়েছেন ৬ জন।
২১শে জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামে এ ঘটনা ঘটে।
খাসমহল বালুর চর গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী হেনা বেগম (৫২) বাদী হয়ে সিরাজদিখান থানায় আটজন নামীয়সহ আরো অজ্ঞাত ১৫/২০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,
আসামিরা হলেন একই গ্রামের
সাত্তার (৪০), জামাল হোসেন (৬০), দিদার হোসেন (৫০), রওশন আরা (৪৫), মহা রানী (৩৫), খাদিজা বেগম (৩৫), সিমা বেগম (৩০), হাবিবা আক্তার (২২) সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।
এলাকা বাসীরা জানান, বাদী বিবাদীরা আত্মীয় স্বজন তাদের আগে থেকে দ্বন্দ্ব রয়েছে, তবে কি নিয়ে দ্বন্দ্ব তা তারা পরিস্কার করেননি।
তারা আরো জানান দেশীয় অস্ত্র ও লাঠি-সোঠা, নিয়ে বাড়ীর লোহার কেচি গেইট ভেঙ্গে বাড়ীতে
প্রবেশ করে এই হামলা চালায়।
মামলার বাদী হেনা বেগম জানান, স্বর্ণের চেইন, ব্রেসলেট, আংটি অনুমান সাড়ে ৩ ভড়ির স্বর্ণালংকার, ১ টি IPHONE 16 PRO MAX, যাহার মূল্য ২,৩০,০০০/- টাকা, একটি ৪০ হাজার টাকা দামের হাত ঘড়ি, নগদ প্রায় সাড়ে ৫ লাখ টাকা তারা নিয়ে যায়। সব মিলিয়ে আমাদের প্রায় ২০ লাখ টাকার খতি করেছে।
তারা আমার ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের আসবাবপত্র, জানালার থাইগ্লাস, ০৬ টি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। এছাড়া বিল্ডিংরে বাহিরে বাথরুমের
পাইপ এগুলোও ভাংচুর করে। আহত সবাইকে স্থানীয় লোকজনের সহায়তায় সিরাজদিখান
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খন্দকার হাফিজুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
২১-০১-২০২৫