ঝিকরগাছায় পৃথক পৃথক সড়ক দূর্ঘনায় ২জন নিহ-ত 

আজিজুল ইসলাম, যশোরঃ বুধবার সকালে যশোরের ঝিকরগাছায়, পৃথক পৃথক  সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছেন।  এসময় এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী আহত হয়েছে। আহতকে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূঘটনা ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সাথে ঘটেছে।

প্রক্ষদর্শীরা জানিয়েছেন,  বুধবার সকাল সাড়ে ৮টার দিকে, ঝিকরগাছা বাঁকড়া সড়কের  বাঁকড়া হাজিরবাগ, আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী, সুস্মিতা রায় কে স্কুল গেটে মোটরসাইকেল থেকে নামিয়ে দিচ্ছিলেন তার ফুফাতো ভাই প্রান্ত রায় (১৯)।

 এসময়  বিশ্বাস ব্রীক্সের একটি মাটিবহনকারী ট্রাক্টর, তাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় প্রান্ত রায়।  এসময় মারাত্বক ভাবে আহত হয় শিক্ষার্থী সুস্মিতা রায়। তার চারটি দাঁত ভেঙ্গে গেছে, এবং শরীরের বিভিন্ন স্থানে  কেটে গেছে। বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।  নিহত প্রান্ত রায় হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের সুধাংশ রায়ের ছেলে। সে বাঁকড়া বাজারে জুয়েলারী দোকানে কাজ করতো।  আহত সুস্মিতা রায় একই গ্রামের সুকান্ত রায়ের মেয়ে, ও নিহতের মামাতো বোন।

অপরদিকে এদিন সকাল ৯টার দিকে বাঁকড়া ইউনিয়নের দরগাডাঙ্গা মাটশিয়া সড়কে, মাটিবহনকারী ট্রাক্টরের ধাক্কায় হামিদুর রহমান (৫৪)  নামের এক হাওয়াই মিঠাই ফেরীওয়ালা নিহত হয়েছেন। নিহত হামিদুর সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার নখোরদো পাকুরিয়া গ্রামের মৃত গোলাম সরদারের ছেলে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *