মিরপুর ১২ ঝিলপাড় বস্তি উচ্ছেদে গৃহায়ন কর্তৃপক্ষের অভিযান

সুমন খান:

রাজধানীর মিরপুর ১২ নম্বরের মোল্লা বস্তি নামে পরিচিত ! এই ঝিলপাড়ে সাত একর জায়গা দখল করে গড়ে উঠা মোল্লা বস্তি উচ্ছেদে অভিযান চালাচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। অথচ ঢাকা সাংবাদিক সমিতিকে জায়গা বুঝিয়ে দিতে এই অভিযান পরিচালনা করেন । গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫ ইং) সকালে ঝিলপাড় বস্তি উচ্ছেদে আসেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা । প্রথমে বস্তির দক্ষিণ ভাগে শুরু হয় উচ্ছেদ অভিযান।জানা যায়, সাত একর জায়গায় গড়ে ওঠা বস্তিটিতে বসবাস করেন ৪০ হাজারের বেশি মানুষ। আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ করায় ক্ষোভ জানিয়ে বস্তিবাসীর সকল শ্রেণীর পেশার মানুষ শুধু তাই নয়! এই পুনর্বাসনের জন্য দাবি জানান তারা। কেউ আবার কান্নায় ভেঙে পড়েন আমরা কোথায় গিয়ে উঠবো কে দেখবে আমাদের। থাকারও জায়গা খাওয়ার কিছুই নেই সব কিছু নিশেষ করে দিচ্ছে। একমাত্র উপরওয়ালা আল্লাহ ছাড়া আমাদের দেখার আর কেউ নেই। তাদের করুন আর্তনাদ ভেঙে পড়েন তারা।
২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে ঝিলপাড়ে সাত একর জমি বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এর তিন বছর পর বেদখল হয়ে যায়।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইয়েবুর রহমান আশিক বলছেন, আগাম নোটিশ দেয়ার পরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বক্তব্যে আরও বলেন,
উচ্ছেদ করে প্রাপ্য গ্রাহককে জায়গা বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। সরকারের সিদ্ধান্তই বাস্তবায়ন করা হচ্ছে।
উচ্ছেদ অভিযানের প্রস্তুতি হিসেবে গেল মঙ্গলবার বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *