মাদারীপুরে বো-মাবাজ স-ন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মোঃমিজানুর রহমান,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি /

মাদারীপুরের কালকিনি রমজানপুরে বোমাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মঙ্গলবার সকালে উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে নতুন টরকী বাজারের দোকান মালিক সমিতির পক্ষ থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায় গত ১১ জানুয়ারি বিএনপির দুই গ্রুপের মধ্যে দেশি অস্ত্রশস্ত্র ও লাঠি সোটা নিয়ে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জামাল বেপারী ও মিলন বেপারীর নেতৃত্বে ইরান বেপারী, সাকিব ইসলাম নয়ন, শাহজামাল সহ একাধিক সন্ত্রাসী বাহিনী নতুন টরকী বাজারের উপর হামলা চালায় এবং মুহুর মুহুর বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় উভয়পক্ষের দুইটি অভিযোগ কালকিনি থানায় দেওয়া হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

নতুন টরকী বাজারের দোকান মালিক মোঃ সোহেল বেপারী বলেন আজ সকালে ফজরের নামাজের পরে বিএনপি নেতা জামাল বেপারী বাজারে এসে পুনরায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে নতুন টরকী বাজারের সভাপতি মোঃ দিদারুল ইসলাম টিটু বেপারী বলেন আমি বিগত ৪০ বছরে রমজানপুর তথা নতুন টরকীতে কোনদিন বোমা বিস্ফোরণের ঘটনা দেখেনি। আমাদের বাজারের দোকানদারা সবাই আতঙ্কিত তাই প্রশাসনের নিকট আমাদের দাবি অতি শীঘ্রই তদন্ত সাপেক্ষে সবাইকে গ্রেফতারের দাবি জানাই।

মানববন্ধনে বাজারের সকল দোকান কিছু সময়ের জন্য বন্ধ রেখে প্রতিবাদ জানায় এবং কমিটির পক্ষ থেকে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়। মানববন্ধনে দোকান মালিক সমিতির সদস্য ছাড়াও বক্তব্য রাখেন রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ স্বপন মোল্লা, বাজারের ব্যবসায়ী মোঃ কাইয়ুম হাওলাদার, মোঃ রকিব বেপারী, মোঃ মঈন রাড়ী, মোঃ সবুজ হোসেন, মোঃ কামরুল ইসলাম সহ আরো অন্যান্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *