ভারতে সাইফ আলী খান’র ওপর হামলায় অভিযুক্ত বিজয় দাশ নলছিটির শেহজাদ

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ভারতের জনপ্রিয় নায়ক সাইফ আলী খানের ওপর হামলায় অভিযুক্ত মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ রুহুল আমিন ফকির তিনি একসময় খুলনা মিলে চাকরি করতেন। তিন ছেলের মধ্যে শরিফুল ইসলাম শেহজাদ (বিজয় দাশ) দ্বিতীয়  ছেলে। শেহজাদ নলছিটি থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি। মোটরসাইকেল ড্রাইভার রফিকুল ইসলাম হত্যা মামলার পরে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। পরিবারের সঙ্গেও তাঁর কোনো যোগাযোগ ছিল না। 

শেহজাদ এর ছোটো ভাই মোঃ সালমান ফকির (১৬) জানান তার মেজো ভাই শেহজাদ মোটরসাইকেল ড্রাইভার রফিকুল হত্যা মামলার আসামি হওয়ার পরে ভারতে পালিয়ে যায়। দেশে থাকা অবস্থায় বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়। তবে সে ভারতে পালিয়ে যাবার পরে তার সাথে পরিবারের কোনো যোগাযোগ আছে কি না সে জানেন না বলে জানান।

তার প্রতিবেশি মোসাঃ রহিমা আক্তার (সম্পর্কে চাচি) তিনি বলেন।  তার চলাফেরা একরোখা ধরনের ছিলো। কোন কাজ করলে কি হবে সেটা নিয়ে ভাবতো না। যে কারনে বহুবার পুলিশের হাতে আটক হয়েছে।

প্রতিবেশী মোঃ রিন্টু হাওলাদার জানান খুব কম বয়সে বিয়ে করছিলো যা পরবর্তীতে বিচ্ছেদে গড়ায়। তবে আমার জানামতে সে সংসারে কোনো সন্তান ছিলো না।

এলাকার একাদিক মানুষ (নাম প্রকাশে অনিচ্ছুক)  তারা প্রতিবেদককে জানান। চুরি,ছিনতাই,চাঁদাবাজি, হত্যাসহ একাদিক মামলা রয়েছে শরিফুল ইসলাম শেহজাদ এর বিরুদ্ধে। তিনি পড়ালেখা ও করেননি কোনো প্রতিষ্ঠানে। একাদিকবার বিভিন্ন এলাকায় জনতার হাতে গনপিটুনির স্বীকার হয়েছেন তিনি তবুও শোধরায়নি তার স্বভাব চরিত্র। একাধিক বিয়ের কথা জানান এলাকাবাসি তবে বর্তমানে কোনো স্ত্রী নেই বলেও জানান তারা।

শরিফুল ইসলাম শেহজাদের বাবা রুহুল আমিন ফকির বলেন, ‘আমাদের সঙ্গে শেহজাদের কোনো যোগাযোগ নেই। শুনেছি সে ভারতে আটক হয়েছে। সে কবে, কিভাবে ভারত গেছে তা আমাদের জানা নেই। খারাপ কাজ করলে, সে শাস্তি পাবে, এটাই কামনা করছি।

মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ২০১৭ সালে নলছিটির মোল্লারহাট স্টিল ব্রিজের কাছে ভাড়ায় মোটরসাইকেলের চালক রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় রাজাবাড়িয়া গ্রামের মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে আসামি করা হয়। এ ঘটনার পরে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এলাকায় থাকাকালে তিনি ছিনতাই, চুরি ও মারামারির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো বার্তা আসেনি। তবে শেহজাদের বিরুদ্ধে নলছিটি থানায় এবং ঢাকায় হত্যা মামলা রয়েছে। সে ছিনতাইয়ের সঙ্গেও জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ আছে।

ফটো ক্যাপশনঃ ভারতের জনপ্রিয় নায়ক সাইফ আলী খান এর উপর হামলায় আটক বিজয় দাশ নলছিটির শরিফুল ইসলাম শেহজাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *