January 22, 2025, 2:29 am
পোরশা থানা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন
নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
তারা হলেন- নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান ও নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নওগাঁ ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ আদালতের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম।