January 22, 2025, 1:19 am
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
দেশব্যাপী সপ্তমবারের মতো বাড়ী বাড়ী গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সোমবার ২০ জানুয়ারী থেকে শুরু হয়েছে, এ কার্যক্রম আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
সারাদেশের ন্যায় ঘাটাইল উপজেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। ঘাটাইল উপজেলায় ১৪৭জন তথ্য সংগ্রহকারী ও ৩৩ জন সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন।
নির্ভূল ভোটার তালিকা তৈরি করতে নাগরিকদের ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এবার ২০০৮ সালের ১ জানুয়ারী বা তার আগে জন্মগ্রহণকারী সবাইকে অন্তর্ভুক্ত করা হবে। ২০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত প্রাথমিক তথ্য সংগ্রহ করা এরপর ৫ ফেব্রুয়ারী থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভোটারদের বায়োমেট্রিক তথ্য গ্রহন সহ নিবন্ধন করা হবে। ১২ ফেব্রুয়ারী থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহন করা হবে এবং মৃতদের নাম বাদ দেওয়া হবে। সকল তথ্য ৫ মের মধ্যে সার্ভারে আপলোড করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল জানিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে নির্ভূল ভোটার তালিকা তৈরি এবং আইন অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। ঘাটাইল উপজেলায় বর্তমান ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৬৯৯০৫ নতুন ভোটার সংখ্যা ৫% হিসাবে প্রায় ১৯ হাজার আশা করা যায়।