মধুপুরে ফসলি জমির মাটি কাঁটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

আঃ হামিদ ( মধুপুর( টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাটি কাঁটা বন্ধে প্রতিনিয়ত চলছে প্রশাসনের ব্যাপক তৎপরতা। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের শালিকা এলাকায় একটি অভিযান পরিচালিত হয়।
সোমবার (২০জানুয়ারি) বিকেলে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা মৌজায় মাটি কাটা বন্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা জেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন। ফসলি জমি রক্ষার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *