দোয়ারাবাজারের ইফার মডেল কেয়ারটেকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মওশিক শিক্ষকদের মানববন্ধন

হারুন অর রশিদ।।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা জিয়া উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ্রপ্রচারের প্রতিবাদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মওশিক) শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে বক্তারা বলেন, ‘দোয়ারাবাজার ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা জিয়া উদ্দিনের বিরুদ্ধে ভুয়া ও ভিত্তিহীন অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে তাঁর মানক্ষুন্ন করা হচ্ছে। অথচ তিনি দীর্ঘদিন ধরে উপজেলার সর্বস্তরের অসহায়, নিরীহ ও অসচ্ছল আলেম উলামাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি একজন আলেম দরদী মানুষ। আমরা তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আলেম উলামাদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালালে সর্বস্তরের আলেম সমাজ মাঠে নামতে বাধ্য হবে।’ মানববন্ধনে বক্তব্য রাখেন দোয়ারাবাজার মওশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মুহিউদ্দিন উজ্জল, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সেলিম উদ্দিন, হাফিজ মাওলানা হাফিজ উদ্দিন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম উলামারা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে মওশিক শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও আলেম উলামারা দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *