সুন্দরগঞ্জে শিক্ষকের কাছে চাঁদাদাবীর মামলায় শাস্তির দাবিতে মানববন্ধন

আনিসুর রহমান আগুন,
গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষকের নিকট চাঁদা দাবীর মামলায় কৃষকলীগ নেতা ও কথিত সাংবাদিক একেএম শামচুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছেন এলাকাবাসী।

রবিবার দুপুরে উপজেলার ধোবাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলুদিয়া গ্রামের কামারপাড়া নলডাঙ্গা সংযোগ সড়কে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে এলাকার তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ধোপাডাঙ্গা নতুন বাজার বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাস রানা, বিএনপি নেতা আহসান হাবীব, মসজিদের পেশ ইমাম মৌলভী লুৎফর আহবান, এলাকাবাসী সুফিয়া কামালসহ অনেকে।

জানা গেছে, গেল বছরের ১৮ই আগস্ট বিশ্বাস হলুদিয়া গ্রামের হাজীপাড়া নামক স্থানে দক্ষিণ ধোপাডাঙ্গা ওয়ার্ডের কৃষক লীগ নেতা  ও কথিত সাংবাদিক একেএম শামসুল হক ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় এর সরকারি শিক্ষক আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাস রানার এসএসসি ও নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট ভুয়া উল্লেখ করে তার নিকট ২ লক্ষ টাকা চাঁদা  দাবি করে। এনিয়ে ওই শিক্ষক আদালতে গত ৬ আগস্ট মামলা করেন।মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার জন্য সুন্দরগঞ্জ থানায় পাঠিয়ে দেন। থানার ওসি ১৬ সেপ্টেম্বর মামলাটি এজাহার হিসেবে গণ্য করে। ইতোমধ্যে থানা পুলিশ ঘটনার সত্যতা রয়েছে মর্মে কোর্টে মামলার চার্জশিট দাখিল করেন। যাহার জিআর নং-২৫৪/২৪। কিন্তু ওই কৃষকলীগ নেতা ও কথিত সাংবাদিক মামলাটি ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই প্রেক্ষিতে এলাকাবাসী চাঁদাবাজ কথিত সাংবাদিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তাগণ বলেন চাঁদাবাজ সাংবাদিক শামচুলের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। ওই কথিত সাংবাদিক জন্মদাত্রী মাকে পিটিয়ে আহত করায় মায়ের দায়ের করা মামলায় জেল খেটেছে। মামলাটির চার্জসীট কোর্টে দাখিল করেছে থানা পুলিশ। জিআর ২৬৪/২২ আদালতে বিচারাধীন রয়েছে। বক্তাগণ শামচুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তার সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *