মাদক মুক্ত সুস্থ দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই: অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউছুফ আলী

মো: আরিফ রববানী ময়মনসিংহ।
মাদক মুক্ত, সুস্থ দেশ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ইউছুফ আলী।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে সার্কিট হাউসে মাঠে
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য বাস্তবায়নে ময়মনসিংহ জেলা প্রাথমিক অফিস এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট বালক,বালিকা ফুটবল খেলা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ইউছুফ আলী
বলেন, খেলাধুলা করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাহিদা পূর্ণ হবে ফলে তারা খারাপ কাজে, মাদকের দিকে ঝুঁকবে না। সুস্থ সমাজ যদি গড়তে না পারি, তাহলে বিত্তশালী হলে লাভ নেই। এজন্য প্রয়োজন সুস্থ ও সংস্কৃতিমনা একটি সমাজ। এসময় তিনি বিভাগের প্রতিটি পরিত্যক্ত মাঠ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়ারও অভিমত ব্যক্ত করেন।

অতিরিক্ত ময়মনসিংহ জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি জাবেদুর রহমানসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক জালাল উদ্দীন প্রমুখ।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আরো বলেন শিক্ষাই জাতি মেরুদন্ড, সুস্থ থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকাসক্তি থেকে দূরে থাকতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কোন বিকল্প নেই। এই খেলা গুলোর মাধ্যমে আগামী দিনের জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব।

এসময় অন্যান্যদের মাঝে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীনসহ বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিক,ছাত্র-ছাত্রী ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *