August 8, 2025, 12:23 pm
আরিফ রববানী ময়মনসিংহ ।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হতে ব্লাড চোর ও প্রতারক চক্রের ০২ (দুই) সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার(১৮শে জানুয়ারি) বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে ১৯ শে জানুয়ারি রবিবার সকালে কোতোয়ালি মডেল থানা কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান। গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহের গোয়াইলকান্দি এলাকার মাওলানা মোঃ আব্দুর রহমান খানের পুত্র মোঃ নাঈম খান পাঠান (৩৮),মড়ল বাড়ী এলাকার মন্টু চন্দ্র দে এর পুত্র মোঃ আব্দুল্লাহ @ তুষার চন্দ্র দে। এসময় তাদের নিকট থেকে ০১ (এক) ব্যাগ ব্লাড উদ্ধার করেছে পুলিশ।
ওসি শফিকুল ইসলাম জানান- গ্রেফতারকৃত আসামীরা ময়মনসিংহে অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ রক্ত সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার। এই চক্রে অন্তত ১০ জন সদস্য আছে, যারা ক্লিনিকে ঘুরে ঘুরে রক্ত বিক্রি করে। যা সম্পুর্ণ অবৈধ ও বেআইনী। চক্রটি রক্তের সাথে সেলাইন মিশিয়ে রক্ত তৈরী করেও বিক্রি করে, এমন অভিযোগও রয়েছে। তারা দীর্ঘদিন যাবত হাসপাতাল হইতে কৌশলে ব্লাড চুরিসহ সাধারন মানুষকে ব্লাড বিক্রয়ের কথা বলিয়া প্রতারনা করিয়া আসিতেছে।
তিনি জানান আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম খান।