August 8, 2025, 12:22 pm
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীর নুনখাওয়া ইউনিয়নের গঙ্গাধর নদীর দক্ষিণ পাড় চর কাপনা এবং কচাকাটা ইউনিয়নের গঙ্গাধর নদীর পুর্ব পাড় ধনিরামপুর চরাঞ্চলে কোন রাস্তা ঘাট না থাকায় বিকল্প অবলম্বন ধু-ধু বালু চরে হেঁটে চলা আর নৌকায় চলাচল প্রতিনিয়ত। চলতি বছর বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে নুনখাওয়া ও কচাকাটা ইউনিয়নের চরাঞ্চলে গ্রামীণ কাঁচা সড়ক নির্মাণে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নতি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লুএফপি) অর্থায়নে ও আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম তত্ত্বাবধায়নে নুনখাওয়া ও কচাকাটা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বিধিমালা অনুসারে নুনখাওয়া ইউনিয়নের গঙ্গাধর নদীর দক্ষিণ পাড় চর কাপনা বাজার থেকে ৭নং ওয়ার্ডের আতাউরের দোকান পর্যন্ত ২হাজার ৬৪০মিটার রাস্তার বরাদ্দ ৮৯লাখ ৬৭হাজার ৮৫৩টাকা এবং কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর ও জালিরচরে দুই-স্থানে ১হাজার ৫০০মিটার রাস্তার বরাদ্দ প্রায় ৫৮লাখ টাকার কাজ দুর্গম চরাঞ্চলে কাঁচা রাস্তা তৈরি এবং রাস্তার দুই ধারে জিও ব্যাগ ও ঘাস লাগিয়ে সঠিকভাবে গত (১৫জানুয়ারি ২০২৫খ্রিঃ) সঠিকভাবে শেষ করেন। ফলে জনগন সুফল পাচ্ছেন এবং রাস্তাগুলো প্রশস্ত ও দৃশ্যমান । চোখে পরলেই মনে হয় আমরা যেন একটি পর্যটন এলাকায় অবস্থান করছি।
স্থানীয় তাজুল ইসলাম, শাহাবর হোসেন, মোফাখাইরুল ইসলাম, বাবুর আলী, মোসলেম উদ্দিন ও জালাল উদ্দিন বলেন, ডাব্লুএফপির অর্থায়নে চরাঞ্চলে কাঁচা রাস্তা শতভাগ নির্মাণ হওয়ায় আমরা অনেক খুশি। এই রাস্তা দিয়ে শহরের সাথে দ্রুত যোগাযোগ করাসহ কৃষি ক্ষেতে উন্নয়ন এবং বন্যাকালে এ চরাঞ্চলের মানুষ বিভিন্ন সুবিধা ভোগ করবেন।
আরডিআরএস বাংলাদেশ নাগেশ্বরীর ইঞ্জিনিয়ার শাহাদত জামান, ডাব্লুএফপির অর্থায়নে কাঁচা রাস্তা তৈরি সঠিকভাবে শেষ হয়েছে। অবশিষ্ট চরাঞ্চলের আরও কিছু রাস্তা নির্মাণের প্রক্রিয়া চলছে।
নুনখাওয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ও কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন মন্ডল বলেন, ডাব্লুএফপির অর্থায়নে ও আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম তত্ত্বাবধায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বিধিমালা অনুসারে নিভৃত চরাঞ্চলে রাস্তা নির্মাণ শেষ হয়েছে। এতে চরাঞ্চলের মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, চরাঞ্চলের জীবন মান উন্নয়নের লক্ষে ডাব্লুএফপি ভালো ভূমিকা রেখেছেন। চরাঞ্চলের আরও অনেক কাঁচা এভাবে নির্মাণ হোক আশা করছি।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লুএফপি) রংপুর বিভাগের প্রধান বিধিকা বিশ্বাস বলেন, নুনখাওয়া ইউনিয়নের চর কাপনা এবং কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর চরাঞ্চলে কোন রাস্তা ঘাট না থাকায় আমরা আরডিআরএসের মাধ্যমে এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এ রাস্তা নির্মাণ করা হয়েছে।