August 8, 2025, 3:33 pm
এম এ আলিম রিপন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুজানগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হলেন সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম বাবু মণ্ডল। পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এর আগে রাশেদুল ইসলাম বাবু মন্ডল সুজানগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, সুজানগর উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক, সুজানগর পৌর ছাত্রদলের সভাপতি, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক,জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সর্বশেষ বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল পাবনা জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা বিএনপির নতুন যুগ্ম আহবায়ক হবার পর এক প্রতিক্রিয়ায় রাশেদুল ইসলাম বাবু মন্ডল তাকে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক করায় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনকল্যাণমুখী একটি রাজনৈতিক সংগঠন। দলটি সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতে ও পাশে থাকবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনবান্ধব নেতা তারেক রহমান আমাদের জনকল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা তার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবো ।
তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণকে সাথে নিয়ে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কে রাষ্ট্র ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে ঠিক এমনি ভাবে বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে আগামীতে সরকার গঠন করবে ইনশাল্লাহ । শেষে তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সুজানগর প্রতিনিধি।।।