January 18, 2025, 2:02 am
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্দ্যোগে এক বণার্ঢ্য মিছিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে সেবারহাট নতুন স্কুল মার্কেট প্রাঙ্গণে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার শাহাদাত হোসেন রাজুর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ। ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ খাঁন, সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ, সহসভাপতি আহসান হাবিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিয়াজ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: আকরাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: হাবিব,সেনবাগ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: শামিম,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: কাউছার,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাসুদ,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মির্জা রুবেল, সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি সহিদুল ইসলাম শিমুল,ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো:রফিক, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাউছার হোসেন বাবু, ইউনিয়ন ছাত্রদল নেতা নোমান, প্রান্ত, ফয়েজ,ওয়ার্ড ছাত্রদল নেতা সাব্বির, মাসুম,জিহাদ, আশিক, রাফি সহ অনেকেই।সভা শেষে সেবারহাট বাজারে সহস্রাধিক দলীয় নেতাকর্মী নিয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে ।