January 18, 2025, 2:00 am
আরিফ রববানী ,ময়মনসিংহ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে তারুণ্যের উৎসব। উৎসবে দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে দুর্নীতি করব না, সইব না। যেখানে দুর্নীতি, সেখানে শুভসংঘের প্রতিবাদ। দেশপ্রেম, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শুভ কাজে সবার পাশে থাকার অঙ্গীকার করে শপথ গ্রহণ করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের ৩৮৫ জন সদস্য।
বৃহস্পতিবার (১৬জানুয়ারী) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে
নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ পুর্বে দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাদেরকে এই শপথবাক্য পাঠ করান।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ওসি মুনসুর আহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার,ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক,নজরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মফিদুল আলম , দুর্নীতিবিরোধী কার্যক্রমকে বেগবান করতে তরুণদের অংশগ্রহণ প্রয়োজন বলে জানিয়ে তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। পরে তিনি উপজেলা ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন।