August 8, 2025, 6:32 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে বিচার করতে গিয়ে এক ইউপি সদস্য বিচারক নিহতের ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে , নিহত ইউপি সদস্য আব্দুল জব্বার সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নশরৎপুর গ্রামের মৃত খিজির উদ্দিনের ছেলে। আব্দুল জব্বারের প্রতিবেশী ওয়ারেছ আলীর প্রবাসী ছেলে ময়নুলের স্ত্রীর সাথে শাশুড়ি জোবেদা ও ননদ ফারহানা বেগমের ঝগড়া হয়।
বিষয়টি নিষ্পত্তির জন্য শুক্রবার দুপুরে প্রতিবেশীরা ওই ইউপি সদস্যকে ডেকে নিয়ে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে ওয়ারেছের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে আব্দুল জব্বারকে ডাংমার করে। খবর পেয়ে জব্বারের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ রিপোর্টটি লেখা পর্যন্ত এনিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।