August 8, 2025, 9:55 pm
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে বাস চাপায় মো. রাকিব হাওলাদার(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬জানুয়ারী) বিকেলে বরিশাল পটুয়াখালি মহাসড়কের নলছিটি উপজেলার জুরকাঠি এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বরিশাল পটুয়াখালি মহাসড়কের জুরকাঠি এলাকায় সড়ক পারাপারের সময় পটুয়াখালি থেকে আগত দোয়েল পরিবহন নামের একটি বাস পথচারী মো.রাকিব হাওলাদারকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রাকিব হাওলাদার দপদপিয়া ইউনিয়নের বীরনারায়ন এলাকার সেলিম হাওলাদারের পুত্র।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম জানান, মো. রাকিব হাওলাদারকে দোয়েল পরিবহনের দ্রুত গতির একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।