January 15, 2025, 5:14 pm
নাজিমুদ্দিন রানা: লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ি মেঘনা রোড় সড়কের মুখে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ট্রাফিক পুলিশের উপর সিএনজি চালকদের হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া, ট্রাফিক পুলিশের কনস্টেবল ঝোটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া ও তাদের সাথে থাকা সিএনজি চালকসহ চার জন আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ফিটনেস ও লাইসেন্স বিহীন সিএনজিসহ সড়কে বিভিন্ন পরিবহন চলাচল করছে। অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে বুধবার সকাল থেকে শহরের বাগবাড়ির মেঘনা সড়কে ট্রাফিক পুলিশ অভিযান শুরু করে। এ সময় কাগজপত্র না থাকায় কয়েকটি অবৈধ সিএনজি আটক করে ট্রাফিক পুলিশ।
এঘটনার জেরধরে ট্রাফিক পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায় সিএনজি চালকরা। এ সময় দুই পুলিশ কনস্টেবল দৌঁড়ে পাশের হাজি মার্কেটে আশ্রয় নেয়। অপর পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া দৌঁড়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত সিএনজি চালকরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে বিক্ষোভ করে।
এতে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সিএনজি চালকদের দাবী, দীর্ঘদিন ধরে সড়কে ট্রাফিক পুলিশ অভিযানের নামে সড়কে তাদের কাছ থেকে বিভিন্ন সয়ম গাড়ি আটকিয়ে টাকা আদায় করা হয়। আজকেও কোন অজুহাত ছাড়াই কয়েকটি সিএনজি আটক করে মামলা দেয় ট্রাফিক পুলিশ বলে দাবি সিএনজি চালকদের। এর জের ধরে এই ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) প্রশান্ত কুমার দাস বলেন,ফিটনেস ও লাইসেন্স বিহীন পরিবহনের বিরুদ্ধে বুধবার সকাল থেকে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এ সময় মেঘনা সড়কের মুখে অভিযান চালানোর সময় ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় চালকরা।এতে তিন পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে,সিএনজি চালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের উপর হামলা করার বিষয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।