January 15, 2025, 3:31 pm
প্রেস বিজ্ঞপ্তি।।
পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে এ, জে,ফাউন্ডেশনের উদ্যােগে ১৫ই জানুয়ারী (বুধবার) বিকালে হাইদগাঁও ইউনিয়নে
শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা ও হেফজখানায় এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এ,জে,ফাউন্ডেশনের চেয়ারম্যান এম,মাইমুনুল ইসলাম মামুন, এ সময় উপস্থিত ছিলেন মাজারের খাদেম কাজী ফয়েজুল আকবর রোকন,দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক খায়ের আহমেদ, মাদ্রাসার সুপার মৌলানা মুঃ মুজিব হুজুর,বিএনপি নেতা নাসির উদ্দিন মুন্সি, কামাল উদ্দিন মহিউদ্দিন বজল আহাম্দ,ইসহাক আব্দুল ইউনুস ছাত্রনেতা রাকিব শাকিব সাগর নয়ন সাব্বির প্রমুখ নেতৃবৃন্দ। এসময় এ,জে,ফাউন্ডেশনের চেয়ারম্যান এম,মাইমুনুল ইসলাম মামুন বলেন, আল্লাহর সন্তুষ্টির আশায় এবং সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমি বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ছবির ক্যাপশন:-পটিয়ায় এ, জে,ফাউন্ডেশনের উদ্যােগে কম্বল বিতরণ করছেন অতিথিরা।