January 15, 2025, 4:58 pm
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় তারাগঞ্জ উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মরহুম মোজাহার আলী ও মরহুম রশিদা বেগম ফাউন্ডেশনের সৌজন্যে আলমপুর চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯০০ শীতার্ত অসহায় ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাশেদ খাঁন মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিয়ার রহমান, তারাগঞ্জ থানা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মাকদুম আলম, সদস্য সচিব মেহেদী হাসান শিপু, সিনিয়র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান প্রামানিক, সদস্য সচিব নুর হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক ইয়াহিয়া কাজল, সদস্য সচিব আখতারুজ্জামান শুভ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রউফ প্রামানিক, সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ, থানা মহিলা দলের সভাপতি শেফালী বেগম, সাধারণ সম্পাদক আঁখি খাতুনসহ উপজেলা ও ইউনিয়ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন, বিএনপি গণমানুষের দল গণমানুষের দুঃসময়ে বিএনপি ছাড়া অন্য কোন দল পাশে থাকেন না, শত নির্যাতন-নিপীড়নের পরেও বিএনপির নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যায়নি সব সময় দেশ ও মানুষের সেবায় নিয়োজিত ছিল আগামীতেও থাকবে ইনশাল্লাহ ।