January 15, 2025, 5:08 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব ভালুকার ২০২৫ সালের প্রথম বোর্ড মিটিং এবং ৮১ তম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা ডক্টরস ক্যাফে আয়োজিত উক্ত ডিনার মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডাঃ মোঃ রেজাউল করিম অপু’ র সভাপতিত্বে ডিনার মিটিং এ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান এ.এফ.এম এনামুল হক মামুন। অনুষ্ঠানে
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এ্যাপেক্স ক্লাব বিষয়ে অনেক সুন্দর আলোচনা করেন।
এপেক্স ক্লাব একটি নীতি আদর্শ ভিত্তিক নৈতিক সামাজিক সেবা সংগঠন। মানব ও সমাজ কল্যাণ যার লক্ষ্য। এপেক্স ক্লাবের মূল দর্শন খুবই আদর্শিক, মানবিক ও মহান। বিশ্বের প্রত্যেক অঞ্চলের যুব সমাজকে জ্ঞানে, গুনে ও নেতৃত্বে স্বাবলম্বী করে তোলা, সেবামূলক মানসিকতায় গড়ে উঠতে জ্ঞান দান করা, পরস্পরের মধ্যে নৈতিক আচরণ ও সৌহার্দপূর্ণ অভ্যন্তরীণ সম্প্রীতির বন্ধন তৈরির মাধ্যমে একে অপরের আস্থায় পরিনত হওয়া, সর্বোপরি যুব সমাজকে সুনাগরিকত্ব অর্জনে সহযোগিতা করা এপেক্স ক্লাবের দর্শনের অংশ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন-এপেক্স বাংলাদেশ থেকে সনদ প্রাপ্ত ক্লাবগুলোর হাজার হাজার এপেক্সিয়ান সমগ্র বাংলাদেশের যুব সমাজের মধ্যে নৈতিক সম্প্রীতি বিকাশে এপেক্সের আদর্শ সমূহ অন্তর থেকে অন্তরে ধারন করে চলেছেন। বাংলাদেশে অসংখ্য সামাজিক সংগঠন রয়েছে। কিন্তু ৬৩ বছর যাবৎ বাংলাদেশে বিরতিহীনভাবে যে-নৈতিক দায়িত্ব এপেক্স বাংলাদেশ পালন করে চলেছে, তার নজির বাংলাদেশে অন্যকোনো সামাজিক সংগঠনের বেলায় উদাহরণযোগ্য নয়। তিনি বলেন- এপেক্সের আদর্শ নিঃসন্দেহে মানব কল্যাণের জন্য একটি দিকনির্দেশনা। মানব কল্যাণ কল্পে যারা নিজেকে নিবেদন করেন, তারাই সমাজের রত্ন উপাধিতে বেঁচে থাকেন। মৃত্যুর পরেও আমরা আমাদের কর্ম দিয়ে মানুষের অন্তরে বেঁচে থাকতে পারি। কিন্তু তার জন্য আমাদের শুদ্ধ ভাবাদর্শে বা জীবনাচারে অভ্যস্ত হয়ে উঠতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে এপেক্স ক্লাব অব ভালুকার সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।