হযরত শাহসূফী মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা

পটিয়া সংবাদদাতা।।
আগামী ১৯ জানুয়ারি চট্টগ্রামের পটিয়ায় খলিফায়ে বাবা ভান্ডারী মোর্শেদেনা, ছৈয়দেনা হযরত শাহসূফী মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফ।

শনিবার (১১ জানুয়ারি) রাতে বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা আলমদার পাড়া মোখলেছ ভান্ডার দরবার শরীফ মাঠে আশেকানে গাউছুল আজম মাইজভান্ডারী ও ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ছৈয়দুল হক আলমদার। 
রিজুয়ানুল হক আলমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইঞ্জিনিয়ার খন্দকার আনিস আহমদ, প্রধান বক্তা ছিলেন
মাষ্টার আবদুল গণি মাইজভান্ডারি,
মঞ্জুরুল আলম আলমদার, ,ওসমান আলমদার, 
মো. বেলাল চৌধুরী, আবুল হোসেন, জয়নাল আবেদীন মনি,লেদু মিয়া বাদশা, মোরশেদ আলমদার প্রমূখ। সভায় আগামী ১৯ জানুয়ারি মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফ সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সুসম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় এ উপলক্ষে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। 

ছবির ক্যাপশন- হযরত শাহসূফী মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফের আলোচনা সভায় বক্তব্য রাখছেন ওসমান আলমদার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *