নাটাব কুমিল্লার সাধারণ সম্পাদক হলেন শাহাজাদা এমরান

স্টাফ রিপোর্টার।।
সাংবাদিক,সংগঠক,মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও টকশো উপস্থাপক শাহাজাদা এমরান বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি(নাটাব) কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ রোববার বিকালে নাটাব কুমিল্লার নির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে নাটাব কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহানকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরানকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে ১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করতে অনুরোধ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, সাংবাদিক শাহাজাদা এমরান গত ১৭ বছর ধরে কুমিল্লায় যক্ষ্মা রোগ প্রতিরোধে অনন্য ভুমিকা পালন করে আসছেন। যক্ষ্মা রোগ প্রতিরোধ আন্দোলনে বিশেষ অবদান রাখায় শাহাজাদা এমরানকে ২০১৩ সালে নাটাব কুমিল্লা থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *