August 10, 2025, 12:07 pm
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (পুলিশ টেলিকম সংস্থা) শেখ মো.মিজানুর রহমান।
সিনিয়র সিটিজেন সার্ভিস ওয়েলফেয়ার অরগানাইজেশ সংগঠনের (ঢাকা উত্তরার মডেল টাউনের স্বেচ্ছাসেবী সংগঠন) পক্ষে শনিবার বিকেলে উপজেলার অনিক নগর পার্কে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। তিনি এ সংগঠনের প্রেসিডেন্ট।
মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, সংগঠনের পক্ষ থেকে আনন্দ করতে আমরা এখানে পিকনিকে এসেছি। সেই আনন্দ আমরা যেন অসহায়,দরিদ্র ও বয়জেষ্ঠ্য এদের মাঝে ছড়িয়ে দিতে পারি। তাদের মুখে যেন হাসি ফুটাতে পারি।
সেদিকে উদ্দেশ্যে করে আমার আজ তাদের মাঝে জ্যাকেট এবং কম্বল বিতরণ করছি। প্রতি বছরই সংগঠনের মাধ্যমে দুস্থদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করে থাকি। সাগরদীঘি এলাকার বিভিন্ন গ্রামের দুস্থ্যদের মাঝে ৫০ টা জ্যাকেট ও ১২০ টা কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য মো.হাসান জামান, মো.বাবলু মিয়া, মোস্তফা জামান,মো.আমানুল্লাহ্, অনিক নগর পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও মালিক আবু সাঈদ ও ঘাটাইলের সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তদন্ত শহিদুল ইসলামসহ আরো অনেকে।