January 10, 2025, 9:40 pm
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি//
স্বরূপকাঠি পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের কন্য ও দৈহারি ইউনিয়নের চীলতলা গ্রামের বিমান বাহিনীর কর্মকর্তা মিরাজ মাহমুদ এর স্ত্রী ফারজানা ইসলাম কলি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। মৃত্যুকালে স্বামী এক কন্যা,পিতা মাতা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার জানাযায় পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক উপাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, স্বরূপকাঠি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী জানাযায় শরীক হন।
শুক্রবার সকাল দশটায় সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তার পিত্রালায়াস্ত পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।