January 10, 2025, 9:52 pm
রফিকুল ইসলাম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর আর্থিক সহযোগিতায় অরাজনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ)-এর উদ্যোগে অসহায়, দরিদ্র শীতার্ত মান্তা সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। এমনটাই মনে করে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ)।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন আশ্রয়ণ প্রাঙ্গণে অসহায় দরিদ্র আশ্রয়ণ প্রকল্পে ও নৌকায় বসবাসরত মান্তা সম্প্রদায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ)।
এ সময় উপস্থিত ছিলেন ধ্রুবতারার বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ফারহানা মিশু টুম্পা, পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হাসান মুসা, রাঙ্গাবালী উপজেলা কমিটির শিহাবুর রহমান নিয়াম।
আরো উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবী যুব সংগঠন সাগরকন্যা যুব উন্নয়ন ফোরাম-এর সভাপতি আবিদ হাসান হিরন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, সহ-সভাপতি মেহেদী হাসান শুভ, সদস্য তাসিন আহম্মেদ মুসা, সাকিব আল হাসানসহ আরো অনেকে।