রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত

।।গোলাম মোস্তফা রাঙ্গা।।

১০ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) রংপুর ইউনিট-এর আয়োজনে কারমাইকেল কলেজ রংপুরের বাংলা মঞ্চে দিনব্যাপী এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি কলেজ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেকা রংপুরের সভাপতি এক্স সিইউও মোঃ রকিবুস সুলতান মানিকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা)-এর জাতীয় নির্বাহী পরিষদের মূখপাত্র ও যুগ্ম মহাসচিব মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান; উপাধ্যক্ষ অধ্যাপক ড. রেহেনা খাতুন; রংপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন সরকার; বাবর সু এর ব্যবস্থাপনা পরিচালক ও বেকা রংপুরের উপদেষ্টা মোঃ সাকিল আহম্মেদ; চ্যালেন আই ও সমকাল পত্রিকার রংপুর অফিস প্রধান ও বেকা রংপুরের উপদেষ্টা মেরিনা লাভলী; বেকা রংপুরের সহ-সভাপতি মোঃ তানবীর হোসেন আশরাফীসহ অনেকেই। এরপর স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় নতুন কর্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কার্যকরী কমিটিতে সভাপতি হন রংপুর বিভাগের সর্বপ্রথম ক্যাডেট আন্ডার অফিসার মোঃ রকিবুস সুলতান মানিক ও সাধারণ সম্পাদক হন এক্স সিইউও রেজাউল হক রেজা।

সবশেষে প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আসাদুজ্জামান বাতেনের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পল্লবী সরকার। অন্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বেকা রংপুরের সভাপতি মোঃ রকিবুস সুলতান মানিক, রংপুর বেগম রোকেয়া কলেজ বিএনসিসির প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট বেকা রংপুরের উপদেষ্টা বর্তমান চ্যানেল আই ও দৈনিক সমকাল পত্রিকার রংপুর প্রতিনিধি মেরিনা লাভলী সহ অনেকেই। কৌতুক অভিনয় করেন রংপুর কারমাইকেল কলেজ বিএনসিসি’র প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার ও বর্তমান আনসার ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *