January 10, 2025, 9:42 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে চারঘাট উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের উদ্দ্যেগে উপজেলার ট্রাষ্ট অফিসে চারঘাট উপজেলার ৯৮ টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
প্রচন্দ শীতে গ্রামের দরিদ্র মানুষেরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
চারঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন বিষয়টি অবগত হওয়ার পর ১০ শে জানুয়ারী উপজেলার ৯৮ টি পরিবার বাছাই করে শীতবস্ত্র দেওয়া হয়েছে।
এ সময় চারঘাট উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি এজারুল ইসলামের সভাপতিত্বে ও ইকবাল হোসেনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারী ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সেক্রেটারী মাওঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক আইয়ুব আলী, সহকারী সেক্রেটারী সুফেল রানা, সহকারী সেক্রেটারী তরিকুল ইসলামসহ স্থানীয় চারঘাট উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সদস্যবৃন্দ।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।