নলছিটিতে তুলি ড্রয়িং একাডেমির বর্ষপূর্তি উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

নলছিটি উপজেলার একমাত্র আর্ট প্রশিক্ষন প্রতিষ্ঠান তুলি ড্রয়িং একাডেমির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ১০ জানুয়ারি শুক্রবার বিকেল সারে ৩টায় নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন তুলি ড্রয়িং একাডেমি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন নলছিটি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহার।

প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস,সাংবাদিক তপন কুমার দাস, আমির হোসেন, শিক্ষক শর্বরী গোমস্তা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. সাফওয়ান ও রাইসা মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার খান বাদল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *