January 10, 2025, 2:38 am
লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানের
মালখানগর হাই স্কুলে “তরুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক ‘কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। মালখানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার বেলা ১১ টা থোকে দুপুর ২ টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবীন্দ্র ভাওয়ালের সঞ্চালনায় ও ইউনিয়ন পরিষদ সচিব আমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ জামান। এসময় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালখানগর হাই স্কুলের গভর্নিং বডি সাবেক সদস্য মহিউদ্দিন আহমেদ, ইউপি সদস্য সায়েম শিকদার, মালখানগর ডিগ্রি কলেজের শিক্ষক দিলরুবা বেগম, শান্ত মজুমদার প্রমুখ।
কর্মশালায় মালখানগর ডিগ্রি কলেজ এবং মালখানগর হাই স্কুলের চারটি দল অংশগ্রহণ করেন। এর মধ্যে কলেজের মেয়ে দল প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন মালখানগর হাই স্কুলের বালিকা দল এবং তৃতীয় স্থান অর্জন করেন কলেজের ছেলেদের দল। #