January 10, 2025, 2:28 am
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর পৌরসভার ৩ নং (বায়সা-সাবদিযা) ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারী বিকেলে ওয়ার্ডের সাবদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে কেশবপুর পৌর সভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা প্রভাষক আলা উদ্দিন আলা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল।
আরোও বক্তব্য রাখেন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, যুবদল নেতা নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বদরুজ্জামান মিন্টু সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল মহিলাদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন।
মোঃ জাকির হোসেন
কেশবপুর,যশোর।।