আশুলিয়ায় তিতাস গ্যাসের প্রায় দুই কিলোমিটার অবৈধ সংযোগ সংযোগ বিচ্ছিন্ন

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার দিয়াখালি তাজপুর এলাকায় তিতাস গ্যাসের প্রায় ৬ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বুধবার (৮ জানুয়ারি ২০২৫ইং) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার দিয়াখালি তাজপুর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ঢাকার আশুলিয়া তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন এর নেতৃত্বে উক্ত এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় ২কিলোমিটারজুড়ে প্রায় ৬০০ বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ রাইজার ও চুলা জব্দ করা হয়। এই কাজে তিতাসের প্রায় ৮৫ জন শ্রমিক অংশগ্রহণ করেন।

এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় এক বছর আগে আশুলিয়ার এসব এলাকায় মোটা অংকের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ইউসুফ মার্কেট ও তাজপুর এলাকার প্রভাবশালীরা গ্যাসের দালাল চক্র। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন।

তিতাসের প্রকৌশলী: আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন বলেন, আশুলিয়ার সবগুলো অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। তিনি আরো বলেন, নিয়মিত এ অভিযান চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

এসময় সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (জোবিঅ) এর ব্যবস্থাপক আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত অভিযানে সার্বিক নিরাপত্তায় ছিলেন ঢাকা জেলা পুলিশের (এসআই) মোঃ হেলাল উদ্দিনের সঙ্গীয় ফোর্স।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *