January 8, 2025, 4:20 pm
আজিজুল ইসলাম : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া রাড়িপুকুর ময়নার বটতলা থেকে পুলিশ ২৫ বোতল ফেনসিডিল সহ ইয়াকুব হোসেন(৩৫) ও সুজন মোড়ল(২৫) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে । সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়। ইয়াকুব হোসেন শার্শার বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে ও সুজন একই গ্রামের রহমতুল্লাহর ছেলে।
গোপন খবরে,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুস সবুর ও এ এস আই আবু সাঈদ ফোর্স নিয়ে রাতে উপজেলার কায়বা বাগআঁচড়া সড়কের রাড়িপুকুর ময়নার বটতলা থেকে ইয়াকুব ও সুজনকে আটক করে।পরে তাদের কাছ থেকে বাজার করা দুটি প্যাকেটে লুকানো ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।যার সিজার মুল্য ৭৫ হাজার টাকা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।