January 7, 2025, 6:53 pm
এম এ আলিম রিপন ঃ সুজানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে শহরে ব্যান্ডপার্টি বাজিয়ে নানা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখার নেতা শেখ রুবেল এর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার সদস্য মেহেদী হাসান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস। সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সচিব জসিম বিশ্বাস, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান শেখ,যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম রবি, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরে মধ্যে বঁাশি, জাহিদ বিশ্বাস, হাবিবুর রহমান রব, বাবু খান, জিয়া মল্লিক, ইমরান আলী, রাশেদ, রাজ্জাক, তৌহিদ, তারেক, জয়, বিশাদ, তুহিন, আশিক, আরাফাত, সোহাগ, রকি, শাকিল, সোহাগ, নাজিম, মঙ্গল, মন্টু, পিয়াস, ফজলু, সাওম, সাজ্জাদ, রিদয় মোল্লা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কামাল বিশ্বাস বলেন, গত প্রায় ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে অনেকেই বাড়ীতে ঘুমাতে পারেনি। মিথ্যা মামলা মাথায় নিয়ে দিনের পর দিন পালিয়ে থাকা ও জেলের অন্ধকারে ঘানি টানতে হয়েছে। এখনো আওয়ামী লীগ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব সকল ষড়যন্ত্র রুখে দিতে বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।