সাম্য ও মানবিক দেশ গড়ার প্রত্যয় নিয়ে সুজানগরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা,ঐক্য প্রগতির পতাকাবাহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সুজানগর উপজেলা  ও পৌর ছাত্রদলের ব্যানারে শহরে  ঘোড়ার গাড়ী,ব্যান্ডপার্টি বাজিয়ে নানা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক আলম মন্ডলের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ছাত্রদল নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখার আহ্বায়ক শাকিল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন  সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা।  সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মজিবর খঁান, বিএনপি নেতা আব্দুল বাতেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা,পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান,পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লা, বিএনপি নেতা রুহুল খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম,  যুবনেতা আনোয়ার হোসেন, এন এ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুবনেতা মানিক খান, ওবায়দুল্লাহ সুমন, ছাত্রনেতা সিয়াম আহমেদ, রুদ্র হাসান, নাইম ফকির, শাকিল মাহমুদ, স্বাধীন খান, তানভির তারেক, আসাদুজ্জামান আসাদ, খোকন, রাসেল,রিদয়, আজম, রিয়াজ খান,রাজিব,ইমন,রাব্বি খান প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা বলেন,১৯৭৯ সালেল ০১ জানুয়ারী  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকতে, গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য। স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে, এবং এই  সুজানগরের মাটিতে স্বৈরাচারের দোসরদের আর কোন স্থান দেওয়া হবে না।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *