সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।

আনোয়ার হোসেন,

স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি//

সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৪জানুয়ারি শনিবার সকাল দশটায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্ধোধন করা হয়।

সভার শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সদস্য, ব্যাবস্থাপনা পরিশদের সদস্য ও শিক্ষক মন্ডলিদের মধ্যে যারা পরোলক গমন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর মিস্ত্রী এর সভাপত্তিতে স্বাগত বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম ফরিদ আহবায় স্বরূপকাঠি পৌর বিএনপি ও স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র , বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতিকুল্লাহ হাওলাদার, সাবেক প্রধান শিক্ষক শাহ আলম বাহাদুর, সাবেক প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান মানিক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন, নাছির উদ্দীন তালুকদার যুগ্ম আহবায়ক নেছারাবাদ উপজেলা বিএনপি, প্রতিষ্ঠাতার পরিবারের সদস্য আলমগীর হোসেন, এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন, তুহিন আহসান, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক মন্ডলি প্রমুখ।

দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র ছাত্রীদের সংগঠন “সোসাইটি ফর স্বরূপকাঠি স্কুল অ্যালামনাই” এর সৌজন্যে পূর্ণমিলনী২০২৪ এর সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক মরহুম আব্দুল হাই সহ ৫জনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়, বিদ্যালয়ের সিনিয়র ৭জন শিক্ষার্থী ও ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় ও নীলাঞ্জনা ম্যাডামের ব্যাবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *